চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউপিতে সদস্য পদে স্বামী-স্ত্রী অংশ নিচ্ছেন। স্বামী সাধারণ সদস্য ও স্ত্রী সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন। তাঁরা প্রচার চালিয়ে যাচ্ছেন একই সঙ্গে। ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।
জানা গেছে, এ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে লড়ছেন এমএ কাদির। তিনি ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। তাঁর স্ত্রী দিলারা আক্তার মাইক প্রতীক নিয়ে লড়ছেন ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে। তিনি এর আগে দুবার সংরক্ষিত সদস্য ছিলেন।
স্বামী-স্ত্রী দুজনই সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। চাচ্ছেন ভোট। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। স্বামী-স্ত্রী নির্বাচনে অংশ নেওয়ায় ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে কৌতূহল।