কৃষি বিভাগের উদ্যোগে রবি প্রণোদনার আওতায় নড়াইলের কালিয়ায় ৩ সহস্রাধিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা কৃষি বিভাগ আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মধ্যে গম, সরিষা, ভুট্টা, মসুর, খেসারি ও চীনা বাদামের বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
নড়াইল কৃষি অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠিনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, ইউএনও মো. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম শেখ, সোহেলী পারভীন নিরি, উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান বিশ্বাস, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি মশিউল হক মিটু প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩ হাজার ২৯০ জন কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার পাটেশ্বরী গ্রামের কৃষক মোন্তাজ শেখের হাতে একটি কম্বাইন্ড হারভেস্টর মেশিনের চাবি হস্তান্তর করেন।