আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন (২০০১-২০০৬ পর্যন্ত) তখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল।
গত শনিবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা আজম বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে রাষ্ট্রীয় মদদে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে তিনি প্রাণে বেঁচে যান।
জোড়খালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম মাফু।
সভায় বিশেষ অতিথি ছিলনে-জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।