মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটের দিনের সহিংসতার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যানের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটা ওই সংঘর্ষে শাওন (২২) নামে এক যুবক নিহত হন। তাঁর বাবা মো. মোবারক হোসেন বাদী হয়ে এই মামলা করেন।
গত সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে মানিকারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. জাকির হোসেন (৩৫), জালাল (৪৫), সোহাগ (২৭), হালিম (৪৬), টিপু (৪৫), দিপীকা (৩০), হাসিনা (৩৭), হৃদয় (২০), শান্তসহ (২০) অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
গত ১১ নভেম্বর ভোটের দিন ওই কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত শাওন ছাড়াও আহত হন আরও দুজন।