হোম > ছাপা সংস্করণ

টেনিস তারকাদের আকাশচুম্বী দামের ঘড়ি

রজার ফেদেরার

রোলেক্স জিএমটি-মাস্টার
১১ হাজার পাউন্ড
লম্বা সময় বিখ্যাত সুইস কোম্পানি রোলেক্সের সঙ্গে যুক্ত আছেন রজার ফেদেরার। এই ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ঘড়ি হাতে দিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে দেখা গেছে ফেদেরারকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডেটজাস্ট মডেলের একটি ঘড়ি। ২০০৯ সালে পিট সাম্প্রাসকে পেছনে ফেলার পর সেটি পরেছিলেন এই কিংবদন্তি। পাশাপাশি জিএমটি মাস্টারেরও ভক্ত ফেদেরার। যার দাম ১১ হাজার পাউন্ড।

রাফায়েল নাদাল

রিচার্ড মিলে আএম ২৭-০৪
৭ লাখ ৮০ হাজার পাউন্ড
২০১০ সালে এই সুইস ঘড়ি প্রস্তুতকারক কোম্পানি রিচার্ড মিলের সঙ্গে আকর্ষণীয় একটি চুক্তি স্বাক্ষর করেন নাদাল। এখন পর্যন্ত অব্যাহত আছে সেই চুক্তি। প্রায়ই খেলার সময় নাদালকে এই ব্র্যান্ডের ঘড়ি পরতে দেখা যায়। তবে ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে রিচার্ড মিলের আএম ২৭-০৪ ব্র্যান্ডের ঘড়ি হাতে দেখা যায় নাদালকে। যার মূল্য ছিল ৭ লাখ ৮০ হাজার পাউন্ড। এই ঘড়িটির ওজন মাত্র ২০ গ্রাম।

সেরেনা উইলিয়ামস

ওদমার পিগে রয়েল ওয়াক শোর
৪৫ হাজার পাউন্ড
ওদমার পিগে সাধারণত ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের বেশি পরতে দেখা যায়। ২০১৪ সালে তারা যুক্ত হন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের সঙ্গেও। এরপর সেরেনাকে প্রায় রয়েল ওয়াক শোর মডেলটি পরতে দেখা যায়। যেটার মূল্য প্রায় ৪৫ হাজার। শুধু তাই নয়, সেরেনার এই ব্র্যান্ডের ঘড়ির মডেলগুলো অন্যদের চেয়ে একদম আলাদা।

নোভাক জোকোভিচ

উবলো বিগ ব্যাং মেকা-১০ ব্লু সিরামিক
১৯ হাজার ১০০ পাউন্ড
বর্তমানে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। আলোচনায় আছেন টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ায় তাঁর ভিসা বাতিলের ঘটনা নিয়েও। ঘড়ির বাজারেও অন্যদের সঙ্গে দারুণভাবে লড়াইয়ে আছেন জোকোভিচ। গত বছর উবলোর সঙ্গে চুক্তি করেন এই সার্বিয়ান তারকা। উবলোর যে মডেলটি জোকোভিচ পরেন, সেটার দাম ১৯ হাজার ১০০ পয়েন্ট। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ