অভিনেতা হিসেবেই বেশি পরিচিত ফারুক আহমেদ। শখের বশে মাঝেমধ্যে নাটক রচনা ও পরিচালনাও করেন। নতুন একটি নাটক পরিচালনা করেছেন এই অভিনেতা, নাম ‘ভঙ’। সম্প্রতি কক্সবাজারে হয়েছে নাটকটির শুটিং। রচনা, পরিচালনা ছাড়াও এ নাটকে ফারুক অভিনয়ও করেছেন। ফারুক আহমেদ বলেন, ‘অভিনয়ই আমার সব। মাঝেমধ্যে পরিচালনা করতেও ভালো লাগে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই আমি নাটক পরিচালনা করি। তখন জাহাঙ্গীরনগর থিয়েটারের মাধ্যমে ৮টি মঞ্চ নাটক পরিচালনা করেছিলাম। সেই অভিজ্ঞতা নিয়েই টেলিভিশন নাটক পরিচালনা করছি। ভঙ নাটকের গল্পটা আমার ভীষণ প্রিয়। মায়ের প্রতি ছেলের প্রবল ভালোবাসা তুলে ধরা হয়েছে এই নাটকে।’ ২০০৯ সালে ‘ডিগবাজি’ শিরোনামের নাটক দিয়ে টেলিভিশন মাধ্যমে নাট্য পরিচালক হিসেবে অভিষেক হয় ফারুক আহমেদের।