হোম > ছাপা সংস্করণ

ঢাকায় আসতে পারে বিটিএস

ঢাকায় আসতে পারে বিখ্যাত দক্ষিণ কোরীয় ব্যান্ড বিটিএস। বাংলাদেশের প্রখ্যাত ইভেন্ট কোম্পানি অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী সেই প্রত্যাশার কথা বলেছেন। যদিও বিটিএসের ওয়ার্ল্ড ট্যুরের তালিকা ২০২৪ পর্যন্ত বুকড। অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, ‘আমরা অফিশিয়ালি যোগাযোগ করেছি। তাদের ম্যানেজারের সাথেও কথা হয়েছে। তিনি ২০২৩ সালের প্রথম ভাগে একটি সময় বের করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশে আমাদের কাজের পোর্টফোলিও দেখেছেন। এ দেশে বিটিএসের ক্রেজ সম্পর্কে জানার জন্যও সময় চেয়েছেন। এ বছরের শেষদিকে তারিখ চূড়ান্ত হবে বলে আশা করছি আমরা।’

কয়েক বছর ধরেই বিটিএস নিয়ে বিশ্বজুড়ে তুমুল উত্তেজনা। তাদের নতুন গান মুক্তির পর শুরু হয়ে যায় রেকর্ড বই ঘাঁটাঘাঁটি। বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডগুলো তাদের বিপণনের জন্য যাদের পেছনে ছোটে, তার নাম বিটিএস। সর্বোচ্চ বাজেটের কনসার্ট করে এই কোরিয়ান ব্যান্ড।

স্বপন চৌধুরী আরও বলেন, ‘আমি শাহরুখ খান, আদনান সামিসহ বিশ্বের অনেক বড় তারকাকে নিয়ে বাংলাদেশে ইভেন্ট করেছি। তাই আমি অথেনটিক জায়গায় কথা না বলে এই আশ্বাস দিচ্ছি না। বাংলাদেশের শ্রোতা-দর্শক এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন বিটিএসের পারফরম্যান্স দেখার জন্য। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করব।’

বিটিএস ২০১৩ সালের জুনে আত্মপ্রকাশ করে। তারপর কয়েক বছরের মধ্যে জনপ্রিয় ব্যান্ডে পরিণত হয়। সামাজিক প্রচারাভিযানের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠে। ব্যান্ডটির লক্ষ্য ছিল বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়ন। তাদের ভক্ত সারা বিশ্বে। বর্তমানে এত ভক্ত আর কোনো ব্যান্ডের নেই। এ কারণে কোরীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন সংস্থা তাদের ব্যাপক গুরুত্ব দেয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ