হোম > ছাপা সংস্করণ

কোর্ট হিলে নতুন কোনো স্থাপনা নয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কোর্ট হিলের আদালত ভবনসংলগ্ন ১ দশমিক ৮ একর টিলা শ্রেণির ভূমিতে নতুন করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়। ১৫ ডিসেম্বর এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

আদালত ভবনের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আদালত ভবনসংলগ্ন জায়গায় স্থাপনা নির্মাণ, অবৈধ স্থাপনা অপসারণ নিয়ে পরিবেশ মন্ত্রণালয় থেকে তিনটি নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার আলোকে আমরা টিলাশ্রেণি ভূমিতে নতুন করে স্থাপনা নির্মাণ না করার জন্য একটা বিজ্ঞপ্তি জারি করেছি।’

একই কার্যালয়ের পরিচালক মো. নুরুল্লাহ নুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গত ২৮ ডিসেম্বরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষায় অপরিকল্পিত ও অনুমোদনহীন স্থাপনাসমূহ অপসারণ করতে তিনটি নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ‘ঘ’ অনুচ্ছেদে কোর্ট বিল্ডিংয়ের সামনের ফাঁকা জায়গাটিতে কোনো অবকাঠামো নির্মাণ না করার বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিকে জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ