ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ফারজিয়া নামের ৯ মাস বয়সী এক শিশু ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শিশু ফারজিয়া আখাউড়া উপজেলার আইরুল গ্রামের মো. মামুন মিয়ার মেয়ে। এদিকে অর্ধশতাধিক শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
স্বজনেরা জানান, গত দুই দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত হয় ফারজিয়া। গতকাল সকালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়।
পরে তাকে ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স হাবিবা বেগম আজকের পত্রিকাকে বলেন, ভোরে ডায়রিয়া ওয়ার্ডে শিশু ফারজিয়াকে ভর্তি করার পর তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার অবস্থা বেশ খারাপ ছিল। পরে সকাল সে মারা যায়।
এদিকে, হাসপাতাল সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের ডায়রিয়া আক্রান্তের হার বেড়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বর্তমানে ডায়রিয়া আক্রান্ত প্রায় অর্ধশতাধিক শিশু চিকিৎসা নিচ্ছেন।
শীতকালে এমনটা হয় জানিয়ে চিকিৎসকেরা শিশুদের প্রতি বাড়তি যত্ন এবং অসুস্থ শিশুদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন।