ময়মনসিংহে অপহরণের প্রায় দুই মাস পর ১৫ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বৃহস্পতিবার নগরীর আর কে মিশন রোড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ওই কিশোরীকে গত ১২ অক্টোবর অপহরণ করেন মো. জিহাদ (১৮) নামের তরুণ। জিহাদ নগরীর আর কে মিশন রোডের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর ওই কিশোরীকে নিজ বাড়ি থেকে অপহরণ করেন জিহাদ। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করলে জিহাদ ওই কিশোরীকে ফিরিয়ে দেন। কিন্তু তিনি ওই কিশোরীকে আবারও উত্ত্যক্ত করা শুরু করেন এবং তার সঙ্গে বিয়ে না দিলে আবারও অপহরণ করার হুমকি দেওয়া হয়। এরপর গত ১২ অক্টোবর তিনি সঙ্গীদের নিয়ে ওই কিশোরীকে অপহরণ করেন। তাঁরা ওই কিশোরীকে সিএনজিচালিত অটোরিকশা করে মুক্তাগাছার দিকে নিয়ে যান। এ ঘটনায় কিশোরীর বাবা জিহাদ ও তাঁর বাবা-মাকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে হস্তান্তর করা হয়।
পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় নগরীর আর কে মিশন রোড এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। উদ্ধারের পর দুপুরে জেলা শিশু ও নারী নির্যাতন দমন আদালতে নেওয়া হয়। তবে ওই কিশোরী স্বেচ্ছায় জিহাদের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে বলে আদালতকে জানায়। এদিকে আদালত ওই কিশোরীকে গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ময়মনসিংহ পুলিশ সুপার (পিবিআই) গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘ওই কিশোরীর মা নেই। অন্য মামলায় বাবাও কারাগারে। তাই ওই কিশোরীকে আদালত গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্র পাঠানোর নির্দেশ দেন।’