হোম > ছাপা সংস্করণ

মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজারে মুরগির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি মুরগির দাম ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মুরগি।

যথাযথ বাজার তদারকি না থাকায় এবং কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীর অপতৎপরতায় মুরগির বাজার অস্থির হয়ে উঠেছে বলে অভিযোগ ভোক্তাদের।

সরেজমিনে মিরপুর তহ বাজার ঘুরে দেখা যায়, সব রকম মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছ। এ ছাড়াও উপজেলার, নিমতলা, নওপাড়া, আমলা, মসান বাজারে গিয়ে দেখা যায়, প্রতিকেজি ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা। যদিও গত সপ্তাহে এ জাতীয় মুরগির দাম ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা। আর মাসের শুরুতে ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে।

অন্যদিকে, কক ও সোনালি মুরগির দামও বেড়েছে। চলতি মাসে প্রথম দিকে ২১০ থেকে ২৩০ টাকা কেজিতে বিক্রি হওয়া সোনালি মুরগির দাম কয়েক দফা বেড়েছে। বর্তমানে এ ধরেনর মুরগি ২৯০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সুলতান পুর গ্রামের মুরগি ক্রেতা কুদরতে খোদা সবুজ জানান, সব ধরনের মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। বাজার তদারকির অভাবে মুরগির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মুরগির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হলে নিয়মিত বাজার তদারকির দরকার।

পাহাড়পুর গ্রামের আবদুল্লাহ জানান, আমরা গরিব মানুষ গরু, ছাগলের গোশত কেনার সামর্থ্য নাই। মাঝে মধ্যে ব্রয়লার কিনে খাই। এখন ব্রয়লার মুরগির যে দাম তা আমাদের সাধ্যের বাইরে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ