ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় দাবি করেছেন, তাঁকে এবং তাঁর পরিবারকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। মূলত ছাত্রলীগকে হেয় করার জন্যই এসব করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। গতকাল আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে গত শনিবার রাতে ফেসবুক লাইভে এসে জয় ও তাঁর পরিবারকে নিয়ে নানা অভিযোগ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও জয়ের একসময়কার ঘনিষ্ঠ বন্ধু ইয়াজ আল রিয়াদ। তাঁর দাবি, ছাত্রলীগ সভাপতি জয় একসময় ছাত্রদল করতেন এবং তাঁর পরিবার বিএনপির স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত। জয়কে এসব অভিযোগ খণ্ডনের আহ্বান জানান তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে জয় বলেন, ‘অভিযোগগুলো নতুন নয়। এর আগেও সে (ইয়াজ আল রিয়াদ) এসব অভিযোগ করেছে। ২০১৩ সালে আমি সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হই, রিয়াদ তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে ২০১০ সালে আমি হল শাখার উপসম্পাদক ছিলাম। রিয়াদ নিজেও জানে, অভিযোগ গুজব ছাড়া কিছু নয়। একটি পক্ষ সব সময় চেয়েছে, আমি যেন নেতা হতে না পারি। ২০২২ সালে লাইভে এসে রিয়াদ আমার বিরুদ্ধে কিছু গুজব ছড়াল। সে নিজেও বলেনি এগুলো সত্য। ছাত্রলীগকে হেয় করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা ছড়ানো হয়েছে।’ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে যখন যে দায়িত্ব পেয়েছেন, তা সুন্দরভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও দাবি করেন জয়।