রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সব বীর মুক্তিযোদ্ধাদের বিতর্কের ঊর্ধ্বে রাখা আমাদের সবার দায়িত্ব। আগামী প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা বাঁচিয়ে রাখতে উদ্যোগী হতে হবে।’
গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা মাহবুবর রহমানকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুজিব শতবর্ষ ও বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে সম্মাননার আয়োজন করে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট।
মেয়র বলেন, ‘জাতির জনকের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঘিরে রংপুর সিটি করপোরেশন থেকে একটি বহুল তথ্য সমৃদ্ধ স্যুভেনির প্রকাশের কার্যক্রম চলছে। এই স্যুভেনিরে রংপুরে বঙ্গবন্ধু, স্বাধীনতার আন্দোলন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের তথ্যসহ ইতিহাস তুলে ধরা হবে।’
অনুষ্ঠানে রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, প্যানেল মেয়র শামছুল হক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, রংপুর প্রেসক্লাবের সম্পাদক (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন বাপ্পী।
সম্মাননা পেয়ে আবেগ আপ্লুত হয়ে বীর মুক্তিযোদ্ধা মাহবুবর রহমান বলেন, ‘দেশ স্বাধীনের পর যখন বাড়ি ফিরি শত শত মানুষ আমাকে জড়িয়ে ধরেছিলেন। তাঁদের সেই দিনের আবেগ অনুভূতি আর ভালোবাসা আমাকে বিস্মিত করেছিল। আমাদের এই জাতি পাকিস্তানি শোষকগোষ্ঠীর হাত থেকে মুক্তির জন্য মুখিয়ে ছিল। মহান মুক্তিযুদ্ধ সেই আকাঙ্ক্ষা পূরণের সফল অধ্যায়।’