হোম > ছাপা সংস্করণ

উন্নয়ন কাজের মান খারাপ হলে ব্যবস্থা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অপ্রয়োজনীয় ব্রিজ, রাস্তা সহ কোনো নির্মাণ কাজ করা যাবে না। আর যে কাজ করা প্রয়োজন সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। তবে তার গুণগত মানও ভালো থাকতে হবে।

যদি কোনো কাজের গুণগত মান খারাপ হয় তাহলে ওই কাজের দায়িত্বে যে কর্মকর্তা থাকবেন তাকে জবাবদিহি করতে হবে। যদি কোনো ঠিকাদার খারাপ কাজ করে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

গতকাল সোমবার সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তারা এ সভায় অংশ নেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, তজনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা যদি মানুষের বিশ্বাস অর্জন করতে পারে তাহলে যখন নির্বাচন আসবে তখন মানুষ এমনিতেই পাশে দাঁড়াবে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাহদ্দিন জুয়েল, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদ উল্লা খন্দকার, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা প্রমুখ।

সভা শেষে মন্ত্রী বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন।

এর আগে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মো.তাজুল ইসলাম।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ