বাসাইল উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল গত বৃহস্পতিবার। এসব ইউপিতে শুধু চেয়ারম্যান পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁদের মধ্যে কাঞ্চনপুর ইউপিতে ৮ জন, হাবলায় ৬, ফুলকি ৯ জন ও কাউলজানী ইউপিতে ৯ জন।
তবে ভোটের মাঠে এই ৩২ জনই টিকে থাকবেন কি না তা জানতে ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই চার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৩২ চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাধারণ ইউপি সদস্য পদে ১৬৮ জন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষদিন পর্যন্ত ৪ ইউপি থেকে মোট ২৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় জানান, ১২ ডিসেম্বর মনোনয়নপত্রের যাচাই-বাছাই, ১৩ থেকে ১৫ ডিসেম্বর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ১৮ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ৫ জানুয়ারি ভোটগ্রহণ হবে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।