পীরগঞ্জ প্রতিনিধি
পীরগঞ্জ উপজেলার খালাশপীর জামে মসজিদের নির্মাণাধীন ভবনের তিন তলা থেকে পড়ে জামাল হোসেন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গত রোববার এ দুর্ঘটনা ঘটে। জামাল হোসেন পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ডোমাইল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস যাবৎ ওই মসজিদের নির্মাণকাজ চলছে। রোববার অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন জামাল হোসেন। একপর্যায়ে অসাবধানতাবশত তিন তলা থেকে পা ফসকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাঁকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।