মাদক মামলার ভয় দেখিয়ে মিনারা নামের এক চা-দোকানির ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পল্লবী থানার এসআই কাজী রায়হানুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী মিনারা অভিযোগ করেন, তাঁকে ২১ ডিসেম্বর থানায় আটকে রেখে এসআই কাজী রায়হানুর রহমান এ টাকা আদায় করেন। এ-বিষয়ক একটি অডিও রেকর্ড আজকের পত্রিকার হাতে এসেছে।
এ ঘটনার বিচার চেয়ে গত রোববার মিনারা পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, ২১ ডিসেম্বর বেলা ১১টার দিকে পুলিশের সোর্স নাদিম ও চোরা শামসের তাঁর দোকানে ৫০০ টাকা ভাংতি চান। এরপর বেলা দুইটার দিকে তিনি সমিতির দৈনিক চাঁদা আনতে সেলিনা বেগম নামের এক আত্মীয়ের বাসায় যান। গিয়ে দেখেন, এসআই রায়হান কয়েকজন পুলিশ সদস্য নিয়ে সেলিনার বাসায় তল্লাশি করছেন। এ সময় পুলিশের সোর্সের দেওয়া তথ্যে মিনারাকেও আটক করা হয়। এরপর থানার চতুর্থ তলায় নিয়ে তাঁর কাছে ৭০ হাজার টাকা দাবি করেন। না দিলে হেরোইনের মামলা দিয়ে জেলখানায় পাঠানোর হুমকি দেন। পরে এসআই রায়হান তাঁকে হ্যান্ডকাফ লাগান। তাঁর স্বামী রাত ১টার দিকে ২০ হাজার টাকা এসআই রায়হানকে দিলে তিনি মিনারাকে ছেড়ে দেন। এ সময় জোর করে একটি স্বীকারোক্তি নেন এসআই রায়হান।
এসআই রায়হানুর রহমান বলেন, ‘আমি মিনারাকে চিনি না। যে কাউকেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা যায়। নির্দোষ হলে আবার ছেড়েও দেওয়া হয়।’
পল্লবী জোনের এডিসি আরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।