ভোলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)। তিনি দায়িত্বভার গ্রহণ করার পর গত রোববার বিকেলে পুলিশ লাইনসে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ও উপস্থিত সকলের সঙ্গে পরিচিত হন। এ সময় তিনি পুলিশের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে দিক-নির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহাম্মদ আবুল কালাম আজাদ (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আব্বাস উদ্দিন প্রমুখ।