প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার তানোরে এক দিনে ১১ হাজার ৫০০ মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বার্নাবাস হাঁসদাক।
গতকাল সোমবার দুপুরে বার্নাবাস হাঁসদাক জানান, উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকায় ২৩টি টিকাকেন্দ্র থেকে এই টিকা দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে তিনটি ও পৌরসভা এলাকায় একটি করে টিকার বুথ থাকবে।
টিএইচও আরও জানান, যারা টিকার জন্য নিবন্ধন করেছেন, তাদের এই কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মসূচিতে দেওয়া হবে সিনোফার্মের টিকা।
গণটিকার পাশাপাশি চলবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত কর্মসূচিও। বর্তমানে নিয়মিত কর্মসূচিতে প্রতিদিন উপজেলা হাসপাতালে হাজারখানেক লোককে টিকা দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তানোরের ৭ ইউনিয়নের ২১টি বুথে ১০ হাজার ৫০০ এবং ২ পৌরসভায় দুটি কেন্দ্রে ১ হাজার জনকে করোনার টিকা দেওয়া হবে।