হোম > ছাপা সংস্করণ

প্রথম নারী সভাপতি সেলিনা

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে ১১ পদের মধ্যে ১০টিতেই জয় পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নীল দল।

আর যবিপ্রবির ইতিহাসে প্রথমবারের মতো নারী সভাপতি নির্বাচিত হয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিনা আক্তার।

সাধারণ সম্পাদক পদে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের (এনএফটি) সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার নির্বাচন শেষে এই ফল ঘোষণা করা হয়।

সভাপতি-সাধারণ সম্পাদকসহ শিক্ষক সমিতির ১১ টির মধ্যে ১০টি পদেই যবিপ্রবির মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকবৃন্দদের সংগঠন নীল দলের প্যানেল থেকে বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে গতকাল রোববার বিকেলে এই ফল ঘোষণা করেন শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ২৮৭ জন ভোটারের মধ্যে ২১১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ভোটার হলেও অনেকে উচ্চশিক্ষা ছুটি নিয়ে দেশ-বিদেশে থাকায় ভোট দিতে আসতে পারেননি।

নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, সহসাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফার্মেসি বিভাগের প্রভাষক মো. শাহীন সরকার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে রসায়ন বিভাগের প্রভাষক তুহিনুর রহমান জয়, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শুভাশীষ দাশ শুভ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমজাদ হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক তাসমিয়া ইসলাম ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এস এম মুজাহিদুল হক নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তাঁরা এই পদগুলোতে দায়িত্ব পালন করবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ