রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসের প্রথম ১৩ দিনেই দেড় হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ সময়ে মারা গেছেন ১৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সকাল আটটা থেকে গতকাল বুধবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১১ জন। এদের মধ্যে ঢাকায় ১৬২ জন এবং বাইরের ৪৮ জন। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৫৩২। এর আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিলেন ১৮২ জন। এদের মধ্যে ঢাকার ১৪৩ জন এবং বাইরের ৩৯ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯২৮ জন রোগী।