রয়টার্স, সিউল
উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উদ্বেগজনক এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টার বিপরীতমুখী বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়া সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সুং কিম। এর পরিবর্তে কিম জং উনকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। সিউলে দক্ষিণ কোরিয়ার দূতদের সঙ্গে আলোচনার পর গতকাল এ কথা বলেন মার্কিন দূত।