হোম > ছাপা সংস্করণ

২ চাচাকে কুপিয়ে জখম ভাতিজা গ্রেপ্তার

নলডাঙ্গা (নলডাঙ্গা ) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই চাচাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুই ভাতিজার বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যায় উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের ফসলি মাঠে এ ঘটনা ঘটে। রাতে মামলা হলে গতকাল সোমবার দুপুরে শিহাব হোসেন নামের এক ভাতিজাকে গ্রেপ্তার করে পুলিশ।

গুরুতর আহত দুই চাচার নাম আমজাদ হোসেন (৫২) ও নান্টু হোসেন (২৮)। তাঁরা উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের বাসিন্দা।

নলডাঙ্গা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের দুই চাচা আমজাদ হোসেন ও নান্টু হোসেনের সঙ্গে জমিতে পানি সেচ দেওয়া নিয়ে বড় ভাই আফাজের দুই ছেলে শিহাব ও সোহাগের বিরোধ হয়। এ ঘটনায় কথা-কাটাকাটির একপর্যায়ে দুই চাচা আমজাদ হোসেন ও নান্টুকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন দুই ভাতিজা শিহাব ও সোহাগ। গুরুতর আহত অবস্থায় দুই চাচাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চাচা আমজাদ হোসেনের অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় রাতেই চাচা নান্টু বাদী হয়ে নলডাঙ্গা থানায় দুই ভাতিজা শিহাব ও সোহাগকে আসামি করে মামলা করে। গতকাল সোমবার দুপুরে ভাতিজা শিহাবকে গ্রেপ্তার করে পুলিশ।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই চাচাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাতেই চাচা নান্টু হোসেন বাদী হয়ে দুই ভাতিজাকে আসামি করে মামলা করেন। এ মামলার এক আসামি শিহাবকে গ্রেপ্তার করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ