মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুরে ‘অন্তর মম বিকশিত কর’ নির্বাচিত রচনা সংকলনের প্রকাশনা উৎসব হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিলকপুরে পূজা এ অনুষ্ঠিত হয়।
সর্বজনীন চাকরিজীবী পূজা পরিষদ এর আয়োজন করে। উৎসবে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ লেখক ও গবেষক রসময় মোহান্ত।
মণিপুরি সমাজকল্যাণ সমিতির সাবেক সভাপতি ছালিয়া সিংহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সুশীল সিনহার সঞ্চালনায় সকালে প্রথম পর্বে মুখ্য আলোচক ছিলেন ড. রঞ্জিত সিংহ। বিশেষ অতিথি ছিলেন মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি শ্রী আনন্দ মোহন সিংহ ও বিচারপতি এস কে সিনহা উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক শ্রী রাজকান্ত সিংহ।
দুপুর ২টায় আলোচনা সভায় বক্তব্য দেন সংকলনের সম্পাদক শামসুদ্দীন আকবর, সর্বজনীন পূজা উদ্যাপন পরিষদের পক্ষে অধ্যাপক আ. নন্দ কিশোর সিংহ, সম্পাদক পদ্ম মেহান সিংহ প্রমুখ। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।