হোম > ছাপা সংস্করণ

স্বাস্থ্য কর্মকর্তাকে মারধর সাবেক ছাত্রলীগ নেতার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস সাত্তারকে মারধর করে আহত করেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও তার সহযোগীরা। রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মহেশপুর থানায় হারুনকে প্রধান এবং নয়ন নামে অন্য একজনকে আসামি করে মামলা করেছেন স্বাস্থ্য কর্মকর্তা।

জানা যায়, জ্বর আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে বিকেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস সাত্তারের কক্ষে প্রবেশ করেন মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন। এ সময় হারুন তাকে চিকিৎসা দিতে বললে বহিঃবিভাগ বন্ধ থাকায় জরুরি বিভাগে চিকিৎসা নিতে বলেন স্বাস্থ্য কর্মকর্তা। সে সময় জরুরি বিভাগে যেতে বলায় স্বাস্থ্য কর্মকর্তার ওপর চড়াও হয়ে তাকে কিল-ঘুষি ও থাপ্পড় মারেন ছাত্রলীগ নেতা হারুন ও তার সঙ্গে থাকা নয়ন। এরপর সে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মামলা দায়েরের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামির সাহেব থানায় এসে হারুন ও নয়নের নামে মামলা দায়ের করেছেন। মামলাটি রেকর্ডের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ঝামেলা হয়েছে শুনেছি। তবে কী নিয়ে হয়েছে তা বিস্তারিত এখনো জানতে পারিনি।

মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি বিপাশ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মারামারির ঘটনা শুনেছি। তবে বিস্তারিত জানি না। তবে হারুন অর রশিদ কোনো পদে ছিল বা আছে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ