পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় নিজের ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে শীতার্থ মানুষকে বস্ত্র দান করে যাচ্ছেন লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। রাস্তার পাশের মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী ও হতদরিদ্ররা এ সব বস্ত্র পেয়ে খুবই খুশি।
গত সোমবার রাড়ুলী ইউনিয়নের ৬ জন প্রতিবন্ধী, ৯ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান আজকের পত্রিকাকে বলেন, কয়েকজন প্রতিবন্ধী, বৃদ্ধ ও রাস্তার পাশের মানুষ শীতে কষ্ট পাচ্ছেন এমন সংবাদ পাই। তাৎক্ষণিক রাত সাড়ে ১১টায় সেখানে চলে যাই। শীতবস্ত্র দিয়ে তাদেরকে সহায়তা করেছি।