গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের উত্তাপ এখনো কমেনি। পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচিতদের শপথ গ্রহণ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমনই পরিস্থিতিতে গতকাল প্রথমবারের মতো একসঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিলেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খান। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন কাঞ্চন-জায়েদ। রাজু আলীমের প্রযোজনায় দিলরুবা সাথীর উপস্থাপনায় সরাসরি এই অনুষ্ঠানে আরও ছিলেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।