পীরগঞ্জের আল-মুহিত মুহতাদি এইচএসসি পাসের পর বুয়েট, মেডিকেল ও আইইউটিতে ভর্তি পরীক্ষায় তাঁর মেধা ধরে রেখেছেন। মুহিত মেডিকেলে ভর্তি হলেও এখন বুয়েটেই পড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের ছোট মির্জাপুর গ্রামের মোশফিকুর রহমান ও শানীমা সুলতানা শাম্মীর দুই ছেলে। বড় ছেলে আল-মুহিত মুহতাদি এইচএসসি পাসের পর ভর্তি পরীক্ষায় তিনটি প্রতিষ্ঠানে মেধা তালিকায় রয়েছেন। মুহিত এইচএসসি পাসের পর ভর্তি পরীক্ষায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) মেধা তালিকায় দ্বিতীয়, মেডিকেলে ২৯ তম হন। ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে প্রায় চার মাস ক্লাসও করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২৩ তম স্থান অধিকার করেন। এখন সেখানেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবেন বলে জানান মুহিত।