ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২০ সেপ্টেম্বর। নির্বাচনী মাঠে একমাত্র স্বতন্ত্র মেয়র প্রার্থী আবু নাছের প্রতিদ্বন্দ্বিতা করছেন মোবাইল ফোন প্রতীকে। নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে গতকাল পৌর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন তিনি।
এ সময় আবু নাছের অভিযোগ করেন, বিভিন্ন ওয়ার্ডের লাগানো তাঁর পোস্টার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে জানিয়েছেন। তবে নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি এই স্বতন্ত্র প্রার্থী।
আবু নাছের সংবাদ সম্মেলনে বলেন, ‘ভোট গ্রহণ সুষ্ঠু হলে যদি আমি হেরে যাই কষ্ট থাকবে না। আগেও প্রার্থী হয়েছি। জনগণকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত মাঠে থাকব ইনশা আল্লাহ।’
উল্লেখ্য, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন নৌকা প্রতীক নিয়ে লড়ছেন।
অন্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলনের (হাতপাখা প্রতীক) হাফেজ মাওলানা হিজবুল্লাহ, স্বতন্ত্র হিসেবে আবু নাছের (মোবাইল ফোন প্রতীক) ও জগ প্রতীক নিয়ে শেখ সেলিম।
এর মধ্যে শেখ সেলিম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।