হোম > ছাপা সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ

প্রতিনিধি, সোনাগাজী (ফেনী)

ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২০ সেপ্টেম্বর। নির্বাচনী মাঠে একমাত্র স্বতন্ত্র মেয়র প্রার্থী আবু নাছের প্রতিদ্বন্দ্বিতা করছেন মোবাইল ফোন প্রতীকে। নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে গতকাল পৌর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় আবু নাছের অভিযোগ করেন, বিভিন্ন ওয়ার্ডের লাগানো তাঁর পোস্টার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে জানিয়েছেন। তবে নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি এই স্বতন্ত্র প্রার্থী।

আবু নাছের সংবাদ সম্মেলনে বলেন, ‘ভোট গ্রহণ সুষ্ঠু হলে যদি আমি হেরে যাই কষ্ট থাকবে না। আগেও প্রার্থী হয়েছি। জনগণকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত মাঠে থাকব ইনশা আল্লাহ।’

উল্লেখ্য, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন নৌকা প্রতীক নিয়ে লড়ছেন।

অন্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলনের (হাতপাখা প্রতীক) হাফেজ মাওলানা হিজবুল্লাহ, স্বতন্ত্র হিসেবে আবু নাছের (মোবাইল ফোন প্রতীক) ও জগ প্রতীক নিয়ে শেখ সেলিম।

এর মধ্যে শেখ সেলিম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ