সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাঁজরা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার খাঁজরা ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মণ্ডলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কামরুজ্জামান সরদার।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার জন্য নৌকা প্রতীক নিয়ে বিজয়ী ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মণ্ডল ও রমজান আলি মোড়ল মোট ৩ জনের নাম সর্বসম্মতিক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়।