সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভুল চিকিৎসায় সুমনা (৪) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পৌরশহরের শ্যামলীপাড়ার জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ করেছে শিশুটির পরিবার। ঘটনার পরপরই ক্লিনিক বন্ধ করে মালিক পক্ষ পালিয়ে গেছ বলে খবর পাওয়া গেছে।
নিহত শিশুটির মা সুমা খাতুন বলেন, ‘সুমনার পিঠে ফোঁড়া ওঠায় সোমবার রাত ৮টার দিকে আমি ও আমার ভাই মেয়েকে নিয়ে ওই ক্লিনিকের চিকিৎসক আহসানুল হকের কাছে যাই। তিনি আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা দেন। পরীক্ষার রিপোর্ট দেখে ডাক্তার সুমনার পিঠে পরপর ৫টি ইনজেকশন দেন। এর পরপরই আমার মেয়ের খিঁচুনি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।’
নিহত সুমনার মামা মুনিয়া মিয়া বলেন, ‘ডাক্তার আমার ভাগনিকে দেখে অপারেশনের কথা বলেন। ইনজেকশন দেওয়ার পর সুমনার খিঁচুনি শুরু হয়ে গেলে অক্সিজেন দেওয়ার কথা বলে একটা রুমে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে অপারেশনের জন্য আপনাদের সই লাগবে। পরে আমাদের আর ভেতরে ঢুকতে দেয়নি।’ আমরা ওই ডাক্তারের শাস্তি চাই।’
স্থানীয় জোমেলা বেগম বলেন, ‘শিশুটি ভালোভাবে হেঁটে বাসা থেকে বের হয়েছে। ক্লিনিকে যাওয়ার পর ডাক্তারের ভুল চিকিৎসায় তাকে লাশ হয়ে বাসায় ফিরতে হয়েছে।’
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’