‘দ্রোহের আগুনে ফোটাব সূর্যমুখী’ স্লোগান নিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে বিবর্তন যশোর। একই সঙ্গে ৭ বীর নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনাও দেওয়া হবে। আজ শুক্রবার বিকেলে এ উৎসবের উদ্বোধন করবেন বীর নারী মুক্তিযোদ্ধারা।
উৎসবে বীর মুক্তিযোদ্ধা কাজী রোকেয়া সুলতানা রাকা, বীর মুক্তিযোদ্ধা সালেহা বেগম, বীর মুক্তিযোদ্ধা রওশন জাহান সাথী, বীর মুক্তিযোদ্ধা ফাতেমা খাতুন, বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা আরতী রানী সাহা ও বীর মুক্তিযোদ্ধা অপর্ণা বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হবে।
বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক দিপংঙ্কর বিশ্বাস জানান, উদ্বোধনের পর গণসংগীত পরিবেশনা করবে সুরধুনী সংগীত নিকেতন। নৃত্য বিতানের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি করবেন বিবর্তনের শিল্পীরা। পরে নাটক মঞ্চস্থ করবে দর্শনার অনির্বান, চুয়াডাঙ্গার অরিন্দম, ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্র ও বিবর্তন যশোর।
দ্বিতীয় দিনে রোকেয়া পদকপ্রাপ্ত অর্চনা বিশ্বাসকে সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। পরে উদীচী ও সুরবিতান গণসংগীত পরিবেশনা করবে। বিবর্তনের শিল্পীদের আবৃত্তির পর মঞ্চস্থ হবে নাটক। এদিন নড়াইলের যুগান্তর ও চিত্রা থিয়েটারের পাশাপাশি নাটক মঞ্চস্থ করবে বিবর্তন যশোর।