বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। গতকাল শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়। ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য তথ্য ও সহায়তা বুথ খোলা হয়।
কেন্দ্র পরিদর্শন করেন ববির উপাচার্য ড. ছাদেকুল আরেফিন। উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমার কাছে কেন্দ্র ব্যবস্থাপনা সংক্রান্ত সহায়তা চাওয়া হয়েছিল। আমি সব ধরনের সহায়তার পদক্ষেপ নিয়েছি।’
প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, ‘শুক্রবারের পরীক্ষায় ৩ হাজার ৫২৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ৭১৪ জন। আজ শনিবার বরিশাল বিশ্ববিদ্যালয় ভেন্যুতে অনুষ্ঠিত হবে ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা। এতে ১ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী অংশ নেওয়া করা রয়েছে।