হোম > ছাপা সংস্করণ

বিধবা চান আশ্রয়ণের ঘর

নাঈম ইসলাম, ধামরাই

মুজিববর্ষ উপলক্ষে দেওয়া আশ্রয়ণের ঘর পেয়েছেন অনেক সচ্ছল মানুষও। তবে অন্যের জমিতে টিনের ছাপড়া করে থাকা ধামরাইয়ের শুকুরজান বেগমের (৫৬) ভাগ্যে জোটেনি তা। কষ্টে দিন পার করা শুকুরজান চান আশ্রয়ণের ঘর।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের বাসিন্দা শুকুরজান বেগম। শুকুরজানের বিয়ে হয়েছিল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের বাসু মিয়ার সঙ্গে। বিয়ের পর শুকুরজান কিছুদিন শ্বশুরবাড়িতে থাকলেও অভাবের তাড়নায় স্বামীর সঙ্গে চলে আসেন ঢাকার সাভারে।

শুকুরজানের নুর হোসেন (২৮) নামে একটি ছেলে রয়েছে। আর তাঁর স্বামী সাভারের রানা প্লাজায় রাজমিস্ত্রির কাজ করার সময় মারা যান। এরপর ছেলেকে নিয়ে শুকুরজান চলে আসেন নিজের জন্মস্থান হাতকোড়া গ্রামে। মা-বাবাও মারা গেছেন অনেক আগেই। বাবার জমিজমাও নেই। ফলে তাঁর ঠাঁই হয় প্রতিবেশী ফজল মিয়ার বাড়িতে। সেখানে ধারদেনা করে ছয়টি টিন দিয়ে একটি ছাপরা ঘর তুলে আছেন শুকুরজান।

ইটভাটা থেকে শুরু করে অন্যের বাড়িতে কাজ করেই সংসার চালাতে হচ্ছে শুকুরজানকে। ছেলে বিয়ে করে আলাদা বাসায় ভাড়া থাকেন। চার সদস্যের সংসার শুকুরজানের ছেলে নুরের। ইচ্ছে থাকা সত্ত্বেও মায়ের তেমন দেখাশোনা করতে পারে না তিনি।

শুকুরজান বলেন, ‘আমারে যদি সরকার থেকে একটি ঘর দিত বা কোনো গুচ্ছগ্রামে থাকার ব্যবস্থা করে দিত তাইলে আমার খুব উপকার অইত। হুনছি সরকার থ্যাইকা ঘর দেয়, কিন্তু আমারতো জমিও নাই, বাড়িও নাই। তাইলে কি আমি একটা ঘর পামু না?’

স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন রুবেল বলেন, ‘শুকুরজানের একটি ঘর খুবই প্রয়োজন। এলাকার জনপ্রতিনিধিরা যদি নজর দিতেন তাহলে শুকুরজানের থাকার ঠাঁই হতো। তাঁর ছেলের অবস্থাও ভালো না।’

গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের মোল্লা বলেন, ‘অসহায় শুকুরজানকে কোনো গুচ্ছগ্রাম কিংবা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দিলে ছেলেকে নিয়ে থাকতে পারতেন। তিনি ঘর পাওয়ার উপযোগী বিধবা এক নারী। তাঁকে ঘর দেওয়ার চেষ্টা করছি।’

ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘আবেদন করলে যাচাই-বাছাই করে একটি ঘর দেওয়ার ব্যবস্থা করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ