ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে ছুরি দিয়ে চালকের গলা কেটে মোটরসাইকেল ছিনতাই করেছে যাত্রীবেশী দুই ছিনতাইকারী। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের সোনারখিল এলাকার নয়টিলায় এ ঘটনা ঘটে।
আহত চালকের নাম মোহাম্মদ বারেক (৩০)। তিনি সোনারখিলের আবদুল মুনাফের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।
জানা যায়, মোটরসাইকেলে দুই যাত্রী নিয়ে ওই গ্রামের একটি সড়ক দিয়ে যাচ্ছিলেন বারেক। যাত্রীবেশী ছিনতাইকারীরা নয়াটিলা এলাকায় তাঁর গলায় ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।