কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় ‘ক্লিন সেন্টমার্টিন’ নামের প্রকল্প শুরু করা হয়েছে। দ্বীপটির মাঝেরপাড়া এলাকায় এক্স নটরডেমিয়ান্স ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ও ব্লু-মেরিন রিসোর্টের যৌথ উদ্যোগে এটি বাস্তাবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে দ্বীপের প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহারের উপযোগী করা হবে।
প্রকল্পের চেয়ারম্যান ডা. দলিলুর রহমান বলেন, ‘প্রতিবছর ১০ লক্ষাধিক পর্যটক এখানে আসেন। প্লাস্টিক বোতল ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দ্বীপটি ময়লার ভাগাড় হওয়ার আশঙ্কায় রয়েছে। প্রকল্পের অধীনে দ্বীপে বসানো প্লাস্টিক ক্রাসার মেশিনের মাধ্যমে প্লাস্টিকগুলোকে চিপস আকারে প্রক্রিয়াজাত করে রিসাইকেলের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্লাস্টিকের ব্যাগ ও বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।’
গত রোববার বেলা ১১টার দিকে প্রকল্পের উদ্বোধন করেন অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ড. মোহাম্মদ আব্দুস শহীদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিকভাবে দূষণ সৃষ্টি হচ্ছে। এ কারণে সৌন্দর্যের লীলাভূমি সেন্টমার্টিনের পরিবেশ ও প্রকৃতিও হুমকির মুখে। একে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দ্বীপে আগত পর্যটকসহ সবাইকে যত্রতত্র প্লাস্টিকের বোতল ও প্লাস্টিক বর্জ্য না ফেলার জন্য তিনি অনুরোধ জানান।
সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘ক্লিন সেন্টমার্টিন গড়ে তুলতে সব ধরনের সহায়তা করা হবে। এর মাধ্যমে দ্বীপের ৫০ ভাগ ময়লা-আবর্জনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।’