হোম > ছাপা সংস্করণ

জারিসম্রাট মোসলেম উদ্দিনের জন্মজয়ন্তীতে ৩ দিনের মেলা

শাহীন রহমান, পাবনা

লোকসংগীতের অন্যতম ধারা জারি ও মরমি গানের প্রবাদপুরুষ জারিসম্রাট মোসলেম উদ্দীনের ১১৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী ‘মোসলেম মেলা’র উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে গত রোববার বিকেলে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। জারিসম্রাটের জন্মভূমি নড়াইলের সদর উপজেলার তারাপুর গ্রামে এ মেলা বসে। নড়াইল জেলা প্রশাসন ও মোসলেম স্মৃতি পরিষদ এর আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে কবি মোসলেম উদ্দিনের জীবন ও কর্মের ওপর আলোচনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, লে. কর্নেল (অব.) সৈয়দ হাসান ইকবাল, মোসলেম স্মৃতি পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, জারিসম্রাট মোসলেম উদ্দীনের পুত্র জারিশিল্পী অধ্যক্ষ রওশন আলী প্রমুখ।

তিন দিনব্যাপী মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে–হা-ডু-ডু ও দাড়িয়াবান্দা প্রতিযোগিতা, মধু পূর্ণিমা উদ্বোধন, তবারক ও শিরনি বিতরণ, দোয়া অনুষ্ঠান, ভক্তিমূলক মোসলেম সংগীত প্রতিযোগিতা ও জারিগানের আসর। মেলাকে ঘিরে দেশের বিভিন্ন এলাকা থেকে মোসলেমভক্তদের আগমনে এক মিলনমেলায় পরিণত হয়েছে তাঁর বাড়ি।

জানা যায়, বাংলাদেশের আধুনিক জারিগানের জনক মোসলেম উদ্দিন ১৭টি জারি গানের পালা কাহিনি ও ৫টি যাত্রাপালা রচনা করেন এবং ‘ঝুমুর যাত্রাদল’ গঠন করেন। এসব যাত্রাপালায় তিনি অভিনয় এবং পরিচালনা করতেন।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী মন্ত্রী কে এম খালিদ বরেণ্য এই লোক কবিকে শিল্পকলায় অবদানের জন্য ‘একুশে পদক’ প্রদানের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের কাছে তুলে ধরবেন বলে জানান।

প্রসঙ্গত, মরমি এই কবি মোসলেম উদ্দিন ১৯০৪ সালের ২৪ এপ্রিল নড়াইল সদর উপজেলার তারাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ