বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তুমরুখাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়নের তুমব্রুর পশ্চিমকুল খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা বলছে, মৃতদেহটি রোহিঙ্গা নারীর হতে পারে।
নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) শরিফ ইবনে আলম বলেন, অজ্ঞাতপরিচয় লাশটি কোনো রোহিঙ্গা নারীর হতে পারে।
খাল পার হওয়ার সময় হয়তো পানিতে ডুবে তিনি মারা যান। তাঁর মৃত্যু নিয়ে স্থানীয়রা কিছুই বলতে পারছেন না। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।