হোম > ছাপা সংস্করণ

বিএনপির বিক্ষোভ সমাবেশ

সিলেট প্রতিনিধি

হবিগঞ্জে সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে গতকাল শনিবার সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বুধবার হবিগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে পুলিশ। এ সময় শতাধিক নেতা-কর্মী আহত হন।

তাঁরা বলেন, সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে কাউকে কোনো ধরনের সভা-সমাবেশ করতে দিচ্ছে না। পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে দমন পীড়ন করে জনগণের ন্যায়সংগত দাবির পক্ষে যে আন্দোলন তা দমন করা যাবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।

এ সময় তাঁরা হামলার জন্য হবিগঞ্জের পুলিশ সুপার মুরাদ আলী এবং ওসি মাশুক আলী ও নাজমুল হাসানকে দায়ী করে অবিলম্বে তাঁদের অপসারণের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ