হোম > ছাপা সংস্করণ

চাকরির সাক্ষাৎকার দেওয়া হলো না তাঁর

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে মো. জুয়েল রানা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। জুয়েল চাকরির সাক্ষাৎকার দেওয়ার জন্য যাচ্ছিলেন বলে জানা গেছে। তিনি শুভাঢ্যা উত্তর পাড়ার মো. বাবুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল চুনকুটিয়া চৌরাস্তায় সড়ক পারাপার হওয়ার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় মাওয়া থেকে গুলিস্তানের উদ্দেশে ছেড়ে আসা স্বাধীন পরিবহনের একটি দ্রুতগামী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের বন্ধু মো. আসিফ বলেন, ‘জুয়েল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে বিসিএসের প্রস্তুতি নিচ্ছিল। পাশাপাশি সে একটি চাকরির সন্ধান করছিল। চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য সে বাসা থেকে বের হয়েছিল।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাক্রাতুল ইসলাম জানান, ‘দুর্ঘটনাটি খুবই মর্মান্তিক। বাসটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ চেয়ে আবেদন করলে আমরা স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দিয়েছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ