শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাশের জঙ্গল বাজারের মেসার্স তারেক স্টোরের মালিক এবং মেসার্স কিশোর স্টোরের মালিককে এই জরিমানা করা হয়। শরীয়তপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী এ জরিমানা করেন।
জানা গেছে, সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির কারণে কিছু ব্যবসায়ী খুচরা বাজারে তেল বিক্রি না করে মজুত করে রেখেছেন, এমন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে উপজেলার দাশের জঙ্গল বাজারে অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি দোকান ও গোডাউনে অভিযান পরিচালনা করেন সুজন কাজী। অভিযানে সয়াবিন তেল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মেসার্স তারেক স্টোরকে ১০ হাজার টাকা ও আগের মূল্য মুছে অতিরিক্ত দামে তেল বিক্রয় করায় মেসার্স কিশোর স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া দাম বাড়ার আগে মজুত বোতলজাত সয়াবিন তেল উপস্থিত ভোক্তাদের কাছে পূর্বের মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে তাঁদের ভোক্তা অধিকার আইনে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী বলেন, সয়াবিন তেল থাকা সত্ত্বেও সংকটের অজুহাতে অতিরিক্ত দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। অভিযানে তেল মজুত পাওয়া গেছে। আগের দাম মুছে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) শরীয়তপুর জেলা শাখার সভাপতি মো. বিল্লাল হোসেন খান এবং শরীয়তপুর জেলা পুলিশের সদস্যরা অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।