হোম > ছাপা সংস্করণ

বারহাট্টায় বাড়ছে গরু চুরি, আতঙ্কে কৃষকেরা

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ছে গরু চুরি। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকেরা । অনেকে রাতে গোয়ালঘর পাহারাসহ চোরদের ভয়ে গরুকে তালা দিয়ে আটকে রাখছেন। এ অবস্থায় গরু চোরদের ধরতে পুলিশি তৎপরতার পাশাপাশি গ্রাম পুলিশদেরও নিজ নিজ এলাকায় পাহারা দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে পুলিশ প্রশাসন বলছে, বিষয়টি আমরা দেখছি।

জানা গেছে, বোরো মৌসুমের শুরুতে উপজেলার বিভিন্ন এলাকায় গরু চোরদের উপদ্রব বেড়ে গেছে। কয়েক দিনে উপজেলার বারহাট্টা সদর ইউনিয়ন থেকেই অন্তত পাঁচটি গরু চুরি হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে যশমাধব গ্রামের কৃষক মোতাহার মিয়ার একটি ষাঁড় ও ইয়াকুব মিয়ার একটি গাভী চুরি যায়। এ অবস্থায় এলাকার কৃষকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ফলে অনেকে গোয়ালঘর পাহারা দেওয়াসহ গরুকে তালা দিয়ে আটকেও নির্ঘুম রাত কাটাচ্ছেন।

যশমাধব গ্রামের কৃষক ইয়াকুব মিয়া জানান, গত বৃহস্পতিবার রাতে আমার গাভিটি চুরি হয়ে গেছে। এটি মাত্র এক সপ্তাহ আগে একটি বাচ্চা দিয়েছে। চোরেরা বাছুরটি না নিয়ে শুধু গাভিটি নিয়ে গেছে। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তিনি এলাকা পুলিশি পাহারা জোরদারের দাবি জানান।

এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গরুর মালিকদের থানায় অভিযোগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ