ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক বলেছেন, ‘খেলাধুলা সুস্থ মানসিকতার বিকাশ ঘটায়। মানুষকে অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে সহযোগিতা করে। খেলাধুলা মানুষকে উন্নত মানসিকতার পাশাপাশি শারীরিকভাবে সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করে।’
গত বুধবার বিকেলে মাদকবিরোধী প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনামুল হক। জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কিট হাউস মাঠে এই আয়োজন করে।
এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক খোরশিদুল আলম প্রমুখ। খেলায় জেলা প্রশাসনকে ৩-১ গোলে হারায় জেলা পুলিশ।