এই উপমহাদেশের অনেক চলচ্চিত্র নির্মাতার বেড়ে ওঠা, গড়ে ওঠার পেছনে সত্যজিৎ রায়ের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে। এ বছর সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উদ্যাপিত হচ্ছে পৃথিবীজুড়ে। আজ এই কিংবদন্তি পরিচালকের ৩০তম মৃত্যুবার্ষিকী।
বাংলাদেশ থেকে ‘প্রিয় সত্যজিৎ’ নামে একটি ট্রিবিউট ফিল্ম নির্মাণ করেছেন প্রসূন রহমান। আহমেদ রুবেল অভিনীত সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে তিন সময়ের তিনজন চলচ্চিত্র নির্মাতাকে ঘিরে। কিশোরগঞ্জের মসূয়ায় সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়িসহ আরও দুটি জায়গায় এবং পুরান ঢাকার একটি বাড়িতে হয়েছে শুটিং।
পরিচালক প্রসূন বলেন, ‘সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত আমাদের চলচ্চিত্রটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। পরিকল্পনা ছিল আগামী ২ মে তাঁর জন্মদিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার। কিন্তু একই সময়ে ঈদ হওয়ায় মুক্তির তারিখ পেছানো হচ্ছে। ঈদের পর যত দ্রুত সম্ভব চলচ্চিত্রটি আলোর মুখ দেখবে।
সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবস সামনে রেখে চলচ্চিত্রটির দুটি পোস্টার অবমুক্ত করা হয়েছে। পোস্টার ডিজাইন করেছেন আমার দীর্ঘদিনের সহকর্মী-সহযোদ্ধা কামরুল হাসান সুজন।’