ইউজিসি স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান এবং মেরিন ফিশারিজ সায়েন্সের অধ্যাপক ড. মো. সাদিকুল ইসলাম। উচ্চশিক্ষা ক্ষেত্রে মৌলিক গবেষণা ও প্রকাশনায় অনবদ্য অবদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তাঁদের এ সম্মাননার জন্য মনোনীত করেছে।
গত রোববার বিকেলে তাঁরা বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৮ সালে বন, কৃষি ও পরিবেশ এবং জীববিজ্ঞান ক্যাটাগরিতে ইউজিসি স্বর্ণপদকের জন্য আবেদন করেন ড. শাহজাহান এবং ড. সাদিকুল। বাছাই প্রক্রিয়া শেষে রোববার ইউজিসির এক বিজ্ঞপ্তিতে তাঁদের মনোনয়নের বিষয়টি জানানো হয়।
ড. মো. শাহজাহান ২০০৪ সালে বাকৃবির ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগে লেকচারার পদে যোগদান করেন। অন্যদিকে ড. মো. সাদিকুল ইসলাম ১৯৯৯ সালে বাকৃবিতে প্রভাষক হিসেবে যোগদান করেন।