হোম > ছাপা সংস্করণ

উত্তর কোরিয়ার কঠোর হুঁশিয়ারি

এএফপি, সিউল

যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার আসন্ন যৌথ সামরিক মহড়াকে ‘উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি’ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে পিয়ংইয়ং। যৌথ এ সামরিক মহড়ার বিপরীতে কঠোর প্রতিক্রিয়া দেখানোর কথা জানিয়েছে উত্তর কোরিয়া।

এ বিষয়ে গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ওয়াশিংটন ও সিউল যদি মহড়ার দিকে এগিয়ে যায়, তবে তারা অভূতপূর্ব অবিরাম ও শক্তিশালী পাল্টা প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। এ মহড়ার পরিকল্পনাকে উত্তর কোরিয়া নিজেদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে মনে করে।

আগামী সপ্তাহে ওয়াশিংটন ও সিউলের মধ্যকার একটি বৈঠক সামনে রেখে এমন হুঁশিয়ারি দিল পিয়ংইয়ং। ওয়াশিংটনে অনুষ্ঠেয় এ বৈঠকে উত্তর কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ার ব্যাপকতর কর্মসূচিতে অঙ্গীকারবদ্ধ। এ কর্মসূচির আওতাধীন কিছু মহড়া করোনা মহামারির কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে বর্তমানে সিউলের ক্ষমতাসীন ইউন সরকার ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় ও পিয়ংইয়ংকে আটকাতে ওয়াশিংটনের সঙ্গে যৌথ মহড়াগুলো শুরু করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। উত্তর কোরিয়া গত বছর দেশটিকে পারমাণবিক শক্তিধর বলে ঘোষণা করেছে। সেই সঙ্গে রেকর্ড সংখ্যক অস্ত্র পরীক্ষা করেছে পিয়ংইয়ং। এ বিষয়কেই মূল হুমকি হিসেবে দেখছে সিউল।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল এএফপিকে জানান, উত্তর কোরিয়াকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রভান্ডার কতটা জড়িত হবে, এ মহড়া সেটির গুরুত্বপূর্ণ মাপকাঠি হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ