হোম > ছাপা সংস্করণ

র‍্যাব পরিচয়ে ডাকাতি গ্রেপ্তার সাত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়ায় র‍্যাব পরিচয়ে নগদ অর্থ ও সাড়ে ৫ লাখ টাকা মূল্যের সিগারেট লুটের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ও বুধবার ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত সোমবার এ ডাকাতির ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হেমায়েত হোসেন ইমন ওরফে হিমু, শহীদ হাওলাদার, আল-আমিন ওরফে মনির হোসেন, শাহজাহান সাজু, মো. আল আমিন, মোসা. মিতু ও মো. হাবিবুর রহমান।

গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ।

মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, গত সোমবার মধ্যরাতে মহানগরীর কুনিয়া পশ্চিম পাড়া মদিনা মসজিদ সংলগ্ন রূপ মিয়া সুপার মার্কেটের সিকিউরিটি গার্ডকে জিম্মি করেন ৮-১০ জন ব্যক্তি। তাঁরা নিজদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে মার্কেটের বিউটি জেনারেল স্টোরে অভিযান চালানোর কথা বলে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে দোকানটি থেকে ২০ হাজার টাকা এবং আনুমানিক সাড়ে চার লাখ টাকার সিগারেট লুট করে নিয়ে যান।

জিএমপির উপকমিশনার বলেন, এ ঘটনায় দোকানের মালিক মো. আক্তার হোসেন গাছা থানায় একটি ডাকাতি মামলা করেন। পরে মহানগর পুলিশের একাধিক দল ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন, আসামি গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার অভিযান শুরু করে। দোকানের এবং রাস্তার সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ, তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতির একাধিক মামলা আছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ