বাগেরহাটের চিতলমারীতে পুলিশের তালিকাভুক্ত ও একাধিক মাদক মামলার আসামি মো. দুখু মিয়া মোল্লাকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বড়বাড়িয়া গ্রামের কাটাগাংকুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এএইচএম কামরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এক দল পুলিশ ছদ্মবেশে দুখু মিয়া মোল্লাকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার দুখু মিয়ার বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে। সহকারী পরিদর্শক (এসআই) মুন্সি আনিচুর রহমানর বাদী হয়ে তাঁর নামে মাদক আইনে গতকাল আরও একটি মামলা করেন।