হোম > ছাপা সংস্করণ

শুধু বায়ার্ন ই লাভের মুখ দেখেছে

করোনা মহামারিতে অন্য সব খাতের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে ফুটবলের বাজারও। লম্বা সময় খেলা বন্ধ থাকা এবং দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে বড় ক্ষতির মুখে পড়েছে ইউরোপের শীর্ষ ৮ লিগের ক্লাবগুলো। এমনকি খেলোয়াড় বেচা-কেনার ক্ষেত্রেও বড় ধরনের সমস্যার মুখে পড়েছে ক্লাবগুলো। একটি প্রতিবেদন বলছে, ২০২০-২১ মৌসুমে করোনা-বাধার মধ্যে চ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে একমাত্র লাভের মুখ দেখেছে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ। বিপরীতে ইউরোপের অন্য চ্যাম্পিয়নদের দেখতে হয়েছে লোকসানের মুখ।

কেপিএমজি ফুটবল বেঞ্চমার্ক নামক ইউরোপিয়ান একটি সংস্থা সম্প্রতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি, ফ্রান্স, তুরস্ক, পর্তুগাল এবং নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন দলগুলোর অর্থনৈতিক অবস্থা খতিয়ে দেখা হয়েছে।

বায়ার্ন ছাড়া চ্যাম্পিয়নদের মধ্যে শুধু ইংলিশ লিগের শিরোপাধারী ম্যানচেস্টার সিটি আগের মৌসুমের তুলনায় বাড়তি আয় দেখেছে। গত মৌসুমে সিটির মোট আয় ৬৪৪ মিলিয়ন ইউরো। যা ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা এবং টেলিভিশন স্বত্ব থেকে আয় বাড়ার কারণে রাজস্ব বেড়েছে সিটির। এরপরও তারা লাভের মুখ দেখতে পারেনি। রাজস্ব বাড়লেও সিটি খেলোয়াড় কেনায় খরচ করেছে রেকর্ড ২৯৪ মিলিয়ন ইউরো। পাশাপাশি খেলোয়াড়দের বেতনও দিতে হয় অনেক বেশি। বিপরীতে কম খরুচে ক্লাব হিসেবে পরিচিত বায়ার্ন ২০২০-২১ মৌসুমে কর পরিশোধের পরও লাভ করেছে ১.৮ মিলিয়ন ইউরো।

ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান ২০২০-২১ মৌসুমে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে। লম্বা সময় পর শিরোপা পুনরুদ্ধার করা ক্লাবটির ক্ষতির পরিমাণ ২৪৫.৬ মিলিয়ন ইউরো। যেটা ইতালিয়ান ক্লাবগুলোর মধ্যে এ যাবৎকালের সর্বোচ্চ।

স্প্যানিশ চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদও ইন্টারের মতো লোকসান গুনেছে। তাদের ক্ষতির পরিমাণ ১১১.৭ মিলিয়ন ইউরো।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ