ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার এই তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী সারা দেশের মোট ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। এর মধ্যে কিশোরগঞ্জ জেলার মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার ১৫টি ইউপি রয়েছে।
মিঠামইন উপজেলার যে ৭টি ইউপিতে ভোটগ্রহণ হবে সেগুলো হলো, মিঠামইন সদর, গোপদিঘী, ঢাকী, ঘাগড়া, কেওয়ারজোর, কাটখাল ও বৈরাটি। অষ্টগ্রাম উপজেলার যে ৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে সেগুলো হলো, দেওঘর, কাস্তুল, অষ্টগ্রাম সদর, বাঙ্গালপাড়া, কলমা, খয়েরপুর-আব্দুল্লাপুর, পূর্ব অষ্টগ্রাম ও আদমপুর।
ঘোষিত তফসিল অনুযায়ী, এই ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা যাবে ৭ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। প্রার্থীতার বিরুদ্ধে আপিল করা যাবে ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি করা হবে ১৩ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৭ ডিসেম্বর।